Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিলিতে ১৪শ' পিস ইয়াবাসহ আটক ১ 

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০১:৩২ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০১:৩২ PM

bdmorning Image Preview


দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ১৪শ' পিস ইয়াবাসহ ফিরোজ কবির (৩৫) নামে একজনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার চেংগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান, ভারত থেকে ইয়াবা বড় একটি চালান দেশে প্রবেশ করেছে এবং তা ঢাকার উদ্দ্যেশে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চেংগ্রাম এলাকায় পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ফিরোজ কবিরকে আটক করে।পরে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় রাখা ১৪শ' পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মাদক মামলার প্রস্তুতি চলছে। 

আটককৃত ফিরোজ কবির হলেন হাকিমপুর উপজেলার রায়ভাগ বাঘমারা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

Bootstrap Image Preview