Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুনরায় ডাকসু নির্বাচনের দাবিতে রাবি ছাত্র ফেডারেশনের মশাল মিছিল 

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০১:৩৯ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০১:৩৯ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রহসন ও কারচুপির নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে মর্শাল মিছিল করেছে রাবি শাখা ছাত্র ফেডারেশন।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে বিক্ষোভ ও মর্শাল মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

সমাবেশে শিক্ষা সম্পাদক মহব্বত হোসেন মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন প্রচার সম্পাদক ইসরাফিল আলম, সদস্য আশরাফুল আলম সম্রাট, মহানগরের আহ্বায়ক ইয়ামিন অন্তর প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আমরা ডাকসু নির্বাচনে যে কারচুপি ও সন্ত্রাসী কার্যক্রম আমরা দেখেছি সেটা যেন কোনো ক্রমেই রাকসু নির্বাচনে না ঘটে। রাবি প্রশাসন যদি এমন নীল নকশার চিন্তা করে তাহলে সেটা যেন এখনি ঝেরে ফেলে। কারচুপির নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনরায় নির্বাচন তফসিল ঘোষণার দাবি জানান। সেই সাথে ছাত্রদের নামে প্রহসনমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।

এ দাবির সাথে সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শাকিলা খাতুন, রাবি বিপ্লবী সাধারণ সম্পাদক রনজু হাসান। 

Bootstrap Image Preview