Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবিতে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০১:৪৮ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০১:৪৮ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফারসি সাহিত্য ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনের ৩২৫ নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আতাউল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং অধ্যাপক ড. কাজেম কাহদুয়ি।

বিভাগের অধ্যাপক ড. শফিউল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. এফ এম এ এইচ তাকী, ফারসি বিভাগের অধ্যাপক ড. এম শামীম খান, অধ্যাপক ড. নুরুল হুদা প্রমুখ।

এসময় ওই বিভাগের দুই শিক্ষকের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ওই দুটি বই হলো অধ্যাপক ড. কামাল উদ্দিনের লেখা ফরিদ উদ্দিন আক্তার: কাব্য ও সুফি দর্শন’ এবং একই বিভাগের শিক্ষক শিক্ষক ড. তাহমিনা বেগমের ‘আধুনিক ফারসি কাব্যে সমাজচিন্তা ও নৈতিক মূল্যেবোধ। 

Bootstrap Image Preview