ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল থেকে ভয়াবহ যানজটের কবলে পড়েছেন যাত্রীরা।
কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে ঢাকা-সিলেট সংযোগ সড়কের ইউলুপের কাজ চলছে। আগামী ১৬ মার্চ কাঁচপুর দ্বিতীয় সেতু উদ্বোধনের কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
এ কারণে ইউলুপের গার্ডারের কাজ চলছে জোরে শোরে। কাঁচপুর-মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু প্রকল্পে কর্মকর্তারা রাস্তা বন্ধ করে কাজ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্লা তাসনিম হোসেন বলেন, ঢাকা-সিলেট সংযোগ সড়কের ইউলুপের কাজ চলছে। সেখানে রাস্তা বন্ধ করে গার্ডার বসাচ্ছে। সে জন্যই সকাল থেকে কাঁচপুরে ভয়াবহ যানজট।