Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিজ হার কোহলিদের আত্ববিশ্বাসে চিড় ধরাতে পারেনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০১:৫৭ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০১:৫৭ PM

bdmorning Image Preview


দুই ওয়ানাডে জেতার পর টানা অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের হারে সিরিজ খুইয়েছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ঘরের মাটিতে এমন পরাজয় ভারতের পরিকল্পনায় বাইরে ছিল। বিশ্বকাপের আগে এমন হার কোহলিদের মনোবলে বড় আঘাত বলেই ধরা হচ্ছে। তবে এমনটি মনে করেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারলেও কিন্তু বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী বিরাট কোহলি। তিনি বলেন, " বিশ্বকাপের চেয়ে বড় কিছু হতে পারে না। বিশ্বকাপ অন্য মঞ্চ। সেখানে এমনিতেই আত্মবিশ্বাস বেড়ে যাবে। আই এই সিরিজে হারের কোনও প্রভাব বিশ্বকাপে পড়বে না। কারণ এই নিয়ে সাজঘরে কোনও আতঙ্ক বা আশঙ্কা ছড়ায়নি।"

সেই সঙ্গে তিনি বলেন, " বিশ্বকাপের আগে এই হার আমাদের অনেক কিছু ভুল দেখিয়ে দিল। আর সেগুলো শুধরে নেওয়ার সময়ও পেয়ে যাব। সিরিজ হারলেও ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলেছে দল।"

বিশ্বকাপে কোন দলকে ফেবারিট মনে করেন কোহলি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  কোনো দল বিশ্বকাপে ফেবারিট হিসেবে শুরু করবে। যে কোনো দলই ভয়ংকর হয়ে উঠতে পারে। আপনারা দেখেছেন, ওয়েস্ট ইন্ডিজ কিভাবে জেগে উঠেছে। তারা বিশ্বকাপে বড় হুমকি হবে, কারণ তারা ভারসাম্য পেয়ে গেছে। ইংল্যান্ড খুব শক্তিশালী দল হবে। অস্ট্রেলিয়াকেও ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে, আমরাও শক্তিশালী। নিউজিল্যান্ড ভালো দল, পাকিস্তান তাদের দিনে যে কাউকে হারাতে পারে।’

Bootstrap Image Preview