Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্রাইস্টচার্চে ফিরছেন মুশফিক, ইনজুরিতে তামিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৪:৩১ PM

bdmorning Image Preview


আবারো ইনজুরিতে পড়েছেন তামিম ইকবাল। কুচকিতে চোট পেয়ে এদিন অনুশীলন করতে পারেননি তিনি। ফলে শনিবার হতে যাওয়া সিরিজের শেষ টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিল। তবে সুখবর হাতের ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন মুশফিকুর রহিম। ক্রাইস্টচার্চে তার খেলা এক রকম নিশ্চিত। 

বৃহস্পতিবার সকালে অনুশীলনের আঘা ঘন্টা পেরুনোর আগেই মাঠ ছেড়ে যান তামিম  ইকবাল। ফিল্ডিংয়ের সময় কুচকিতে চোট পান তিনি। তাই অনুশীলনে বাদ দিয়ে চলে যান ড্রেসিংরুমে। হয়তো ঝুকি এড়াতেই দ্রুত মাঠ ত্যাগ করেছেন তিনি। তবে চোটটা যেহেতু পুরনো তাই ঝুকিটা থেকেই যাচ্ছে।

কুচকির এই ব্যাথা নিয়েই খেলেছিলেন শেষ টেস্টটা। তাই পরুনো আঘাতটা ফিরে আসায় ভয়টা বেড়ে গেছে। যদিও প্রাথমিক চিকিৎসা শেষে ম্যাচের আগের দিন জানা যাবে তোর শেষ অবস্থা।

এদিকে তৃতীয় টেস্টে ফিরছেন মুমফিক। তবে দলে ফিরলেও উইকেটের পেছনে লিটনই থাকবেন দায়িত্বে। কারণ এদিন লিটনকে উইকেট রক্ষকের অনুশীলন করেছেন। আর মুশফিক শুধুই ব্যাটিংয়ে ধার দিয়েছেন। স্পিনারের সঙ্গে রাহী ও মুস্তাফিজের পেস বোলিংয়ে ব্যাটিং করেছেন মুশফিক। তাই সব কিছু ঠিক থাকলে ক্রাইস্টচার্চে  মুশফিকের দলে ফেরাটা নিশ্চিত। 

Bootstrap Image Preview