Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

`চীনের প্রেসিডেন্টকে ভয় পান মোদি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৪:২৯ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৪:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চীনের বাধায় নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের নাম অন্তর্ভুক্ত করতে পারলো না ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে জইশ প্রধান নিয়ে ভোটাভুটিতে এই নিয়ে চতুর্থবার ভেটো দিল চীন। এতে পুরো বিষয়ে নিজেদের ‘হতাশা’ ব্যক্ত করেছে দিল্লি। এমন সময় মাসুদ আজহার ইস্যুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

টুইটারে তিনি বলেন, ‘দুর্বল মোদী শি জিনপিংকে ভয় পান। চীন ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিলে, উনি কোনও শব্দও করেন না।’

বৃহস্পতিবার সকালে করা টুইটে রাহুল গান্ধী আরও বলেন, ‘মোদির চীন কূটনীতি হলো প্রথমত গুজরাটে শি এর সঙ্গে বেড়ানো। দ্বিতীয়তা দিল্লিতে শিকে আলিঙ্গন এবং তৃতীয়তা চীনে শিয়ের কাছে মাথা নত করা।’

জবাবে বিজেপি বলছে, দেশের পররাষ্ট্র নীতি টুইটারে ঠিক হয় না। দলের নেতা এবং কেন্দ্রীয় সরকারের মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘চীনের আচরণের পর রাহুল গান্ধী উৎসবের মেজাজে আছেন কেন? তাঁর বক্তব্য পাকিস্তানের কাগজে শিরোনাম হবে। জইশ প্রধানকে নিয়ে চীন নিজের পুরনো অবস্থানই বজায় রেখেছে। সময়সীমা শেষ হওয়ার মাত্র কিছুক্ষণ আগে নিজেদের বক্তব্য জানিয়েছে চীন। এরপর দিল্লি জানিয়েছে গোটা বিষয়টি হতাশাজনক।’

Bootstrap Image Preview