Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিঙ্গাপুর যাওয়ার আগে রুবেলের আবেগঘন স্ট্যাটাস 'বাবা যেতে হবে তোমাকে মিস করবো'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৫:১৫ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৫:১৫ PM

bdmorning Image Preview


ব্রেইনে গ্লিওমা নামক টিউমার ধরা পড়েছে ক্রিকেটার রুবেল হোসেনের। তাই সুচিকিৎসা জন্য আজ  সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন এই বাঁ-হাতি স্পিনার।
 
দেশে ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়ে ছেলেকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই স্পিনার। 

ফেসবুক পোস্টে রুবেল লিখেছেন, বাবা যেতে হবে তোমাকে মিস করবো। শুভাকাঙ্ক্ষীরা, সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে আসবো সবার মাঝে। ভালোবাসি সবাইকে।

রুবেলের উন্নত চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৪০ লক্ষ টাকা। ইতোমধ্যে রুবেলের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাসহ বিসিবির বিভিন্ন কর্মকর্তারা। দুঃসময়ে সতীর্থ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনেককে পাশে পেয়ে ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।

উল্লেখ্য,জাতীয় দলে ২০০৮ সালে তাঁর অভিষেক হয়। এরপর দেশের জার্সি গায়ে   ৫টি ওয়ানডে খেলেছেন মোশারফ হোসেন রুবেল। এছাড়াও  ১১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ও লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ১০৪টি।

Bootstrap Image Preview