Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কলাপাড়ায় অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৬:২৩ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৪টি জুতার দোকানসহ একটি রেস্তোরা।

বুধবার (১৩ মার্চ) বেলা দুইটায় কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাকি দোকানগুলো।

তবে এ সময়েই পুড়ে ছাই হয়ে যায় স্মার্ট সু হাউস, নেছার সু হাউস, চাকামইয়া সু হাউস, আবদুর রহমান সু হাউস এবং শামীমের চায়ের দোকান। এতে প্রায় আর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

Bootstrap Image Preview