ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ১ নম্বর কূপে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে শহরতলীর ঘাটুরা এলাকায় এ আগুন লাগে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার সুব্রত মালাকার বলেন, গ্যাস ফিল্ডের নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইলের দু’টি ইউনিট আগুন নেভাতে চেষ্টা চালাছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।