ছাত্রের দুষ্টুমি সামলাতে না পেরে তাকে একটা চড় মারেন স্কুলের শিক্ষক। বাড়িতে গিয়ে সেই শিক্ষকের নামে বাবার কাছে নালিশ করে ওই ছাত্র। আর তাতেই ওই শিক্ষকের ওপর রেগে গিয়ে ছেলের স্কুলে বন্দুক নিয়ে হাজির হন বাবা।
সম্প্রতি এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমেরিকার দক্ষিণ ফ্লোরিডায়।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের বাসিন্দা ক্রিস্টোফার ফ্রিম্যান নামের ২৭ বছর বয়সী ওই যুবক বন্দুক নিয়ে তার ছেলের স্কুলে গেলে নিরাপত্তারক্ষী তাকে ভেতরে ঢুকতে বাধা দেন। এ সময় যে শিক্ষক তার ছেলের গায়ে হাত তুলেছে তাকে ডেকে চার ক্রিস্টোফার। স্কুল গেইটে তিনি চিৎকার করতে থাকেন এবং শিক্ষকদের হত্যার হুমকি দেন।
এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ তাৎক্ষণিক স্কুল গেটে তালা দিয়ে পুলিশে খবর দেয়। কিছুক্ষণ পরেই ক্রিস্টোফারকে আটক করে পুলিশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যেভাবে একের পর এক স্কুলে হামলার ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে ওই যুবকের স্কুলে বন্দুক নিয়ে হাজির হওয়াকে নেয়নি পুলিশ। তবে ক্রিস্টোফারের দাবি, নিজের সুরক্ষার জন্যই বন্দুক সঙ্গে রেখেছিলেন তিনি।