Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘প্রতারক ব্যবসায়ীদের কারণে প্রকৃত ডেভলাপারদের সুনাম ক্ষুন্ন হতে চলেছে’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯, ০৯:৫৯ PM
আপডেট: ১৪ মার্চ ২০১৯, ১০:০৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, কিছু প্রতারক আবাসন ব্যবসায়ীদের কারণে প্রকৃত ডেভলাপার ব্যবসায়ীদের সুনাম ক্ষুন্ন হতে চলেছে। অনেকে সারাজীবনের আয় দিয়ে একটি ফ্লাট কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। আপনাদের সেদিকে নজর রাখতে হবে। কিছুদিন আগে আবাসন ব্যবসা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছিল। এখন সে কালো মেঘ অনেকটা কেটে গেছে। আমি এর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে আবাসন মালিকদের প্রতিষ্ঠান রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আয়োজিত ৪ দিনের রিহ্যাব ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আবাসন ব্যবসা দেশের একটি গুরুত্বপূর্ণ সেক্টর। একসময় বিশ্বের সবচেয়ে ধনীরা ছিল আবাসন ব্যবসায়ী। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এ ব্যবসার শুরু বেশিদিন নয়।

তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। গত ১০ বছরে দেশের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। জনগণের শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সমস্যার সমাধান করে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে সরকার। জনগণ এখন বুঝতে পারছে উন্নয়নের মূল শর্ত হচ্ছে একটি ধারাবাহিক সরকার। সে কারণে সরকারের প্রতি মানুষের আস্থা বেড়ে গেছে।

ভূমিমন্ত্রী আরো বলেন, আমি আশা করবো রিয়েল এস্টেট ব্যবসা সামনের দিকে শক্ত অবস্থান নিয়ে এগিয়ে যাবে। তাদের মূল উদ্দেশ্য থাকবে কম খরচে আবাসনের ব্যবস্থা করতে পারেন তাহলে আপনারা সফল হবে। মনে রাখতে হবে কম খরছে বেশী ব্যবসা করতে পারলে আপনাদের মন মানষিকতার পরিবর্তন আনতে হবে।

অনুষ্ঠানে চট্টগ্রামে রিয়েল এস্টেট ব্যবসা এখনো ঢাকার চেয়ে পিছনে পড়ে রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। পরে তিনি ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ৪ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার-২০১৯ এর উদ্বোধন করেন।

Bootstrap Image Preview