Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে অস্ত্র-ইয়াবাসহ আটক ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১০:০২ AM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১০:০২ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীতে অভিযান চালিয়ে শর্টগান, ১৫ রাউন্ড গুলি ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার ১৪ মার্চ রাতে পৃথক অভিযানে তদের আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন-জুনায়েদ শেখ, নুরজাহান (৩৫) ও আব্দুল খালেক(৩৫)। তাদের বাড়ি কক্সবাজারের টেকনাফে।

জানা যায়, তারা কক্সবাজার থেকে পেটের ভিতরে ইয়াবা নিয়ে ঢাকায় আসতেন।অনেকদিন যাবত তারা এই কাজ করে যাচ্ছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ঢাকা মেট্রো-উত্তর অঞ্চল) সহকারী পরিচালক (এডি) খুরশিদ আলম বলেন,খালেক ও নূরজাহানকে বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়েছে। তবে তাদের পেটে কতোগুলো ইয়াবা রয়েছে তা জানা যায়নি। হাসপাতালে নিয়ে বের করার পর জানা যাবে।

অপরদিকে নর্দার সরকারবাড়ি ইসরাফিলের মেস থেকে মো. জুনাইদ শেখকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি শর্টগান, ১৫ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

Bootstrap Image Preview