Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে নিখোঁজের ১দিন পর যুবকের লাশ উদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১২:৪২ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১২:৪২ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ঝালুয়া গ্রামে মো. শাহ আলম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বাড়ির সামনেই তার লাশ পাওয়া যায়।

পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শাহ আলম নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ভোরে বাড়ির কাছে লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোক জন থানায় খবর দেয়। শাহ আলমের সঙ্গে কারো বিরোধ ছিল কি না পরিবারের লোকজন বলতে পারছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহ আলম কোরআনের হাফেজ ছিলেন। তিনি এলাকায় নামাজ পড়ানোসহ ধর্মীয় কাজ করতেন। পাশাপাশি কৃষি কাজ করতেন।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক মো. লিটন জানান, মৃত ব্যক্তির পায়ে রক্ত জমাট বাঁধা রয়েছে। তবে শরীরের উপরের অংশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলে মরদেহে এ ধরণের চিহ্ন পাওয়া যায়। কিন্তু যে মহল্লায় লাশ পাওয়া গেছে সেখানে বিদ্যুৎ সরবরাহ লাইন নেই। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য শাহ আলমের লাশ কিশোরগঞ্জের আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

Bootstrap Image Preview