Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মানিকগঞ্জে ট্রাকচাপায় নিহত ২, আহত ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ১২:৪৭ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ১২:৪৭ PM

bdmorning Image Preview


মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাকচাপায় দুইজন নিহত এবং গুরুতর একজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সকালে নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের সামনে একটি ট্রাকের সঙ্গে বিপরীত থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়।অপরদিকে এ ঘটনায় পিকআপচালক গুরুতর আহত হয়েছে।   

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। খুব শীঘ্রই অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

Bootstrap Image Preview