Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস পালিত

মোঃ হারুন-উর-রশী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০২:০৭ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০২:০৭ PM

bdmorning Image Preview


দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রসাশনের উদ্যোগে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ)  সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌরশহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারে দপ্তরে এসে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব, উপজেলা প্রকল্প কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা মাজনুনাহার মায়া, উপজেলা সেনেটারী পরিদর্শক জগদিস মহন্ত, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ হারুন-উর-রশীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকগণ। 

Bootstrap Image Preview