Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আগামীকাল দেশে ফিরে আসছে টাইগাররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৫:৩৩ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৫:৩৩ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায়  অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে টিম টাইগার দলের খেলোয়াড়রা। ভয়াবহ এই ঘটনার কারনে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট না খেলেই আগামীকাল নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় বাংলাদেশের উদ্দেশ্যে বিমানে উঠবেন তামিমরা। দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। 

প্রথমে এক সাথে দলের উনিশ জনের টিকিট পাওয়া নিয়ে একটু দুশ্চিন্তা দেখা দিয়ে দিয়েছিলো। খালেদ মাসুদ নিজেই জানিয়েছিলেন, আমরা এক সাথে আসতে না দুই ফ্লাইটে হলেও দলের সবাই আসার চেষ্টা করছি।'

এমন সংবাদ দেওয়ার কিছুক্ষণ পর তিনি আবার জানিয়েছেন, আগামীকাল নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায়  দলের সবাই ঢাকার উদ্দেশ্যে  নিউজিল্যান্ড ছাড়বেন।

Bootstrap Image Preview