Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অবশেষে জানা গেল নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনা ও  হামলাকারীর নাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৬:১৭ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৬:১৭ PM

bdmorning Image Preview


ক্রাইস্টচার্চের ডিনস ইভে দুটি মসজিদে  ভয়াবহ সন্ত্রাসী হামলার ৪৯ জনের মত মারা গিয়েছে।  অবশেষে জানা গেল ভয়াবহ এই সন্ত্রাসী হামলাকারীর নাম। তাঁর নাম ব্রেন্টন টেরেন্ট (২৮)। হামলা চালানোর আগে ৭৩ পৃষ্ঠার ঘোষণাপত্রে ১৬ হাজার ৫০০ শব্দে এ হামলার কারণ ব্যাখ্যা করেন এই বন্দুকধারী।

যার মধ্যে উল্লেখ করা হয়েছে, এবা আকারলাউন্ড নামের ১২ বছরের সুইডিশ শিশুর কথা। ২০১৭ সালে স্টকহোমে ট্রাক হামলার সময় মারা যায় এবা।

হামলাকারী লিখেছেন, দুই বছর আগের এ ঘটনা নাটকীয়ভাবে আমার চিন্তায় পরিবর্তন নিয়ে আসে। সময়টা ছিল ২০১৭ সালের এপ্রিল থেকে মে। ২০১৭ সালের ৭ এপ্রিল ওই হামলার ঘটনা ঘটে। আমি এ সহিংসতার পর আর চুপ থাকতে পারিনি। 

ইতোমধ্যে মর্মান্তিক এই ঘটনায় সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। টাইগার দলের খেলোয়াড়রা নিরাপদে থাকায় স্বস্তি প্রকাশ করেছে ক্রিকেট বিশ্বের তারকা খেলোয়াড়রা। 

ভয়াবহ এই ঘটনার শিকার হয়ে আগামীকাল স্বাগতিকদের বিপক্ষে শেষ টেস্ট না খেলেই দেশে ফিরে আসছে মাহমুদউল্লাহরা।

Bootstrap Image Preview