Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯, ০৮:৪২ PM
আপডেট: ১৫ মার্চ ২০১৯, ০৮:৪২ PM

bdmorning Image Preview
প্রতীকী


নারায়নগঞ্জের রূপগঞ্জে ফারুক মিয়া নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার তারাব দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই এলাকার আবুল হাশেমের ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক মঞ্জুর হোসেন জানান, তারাব দক্ষিণপাড়াসহ আশে-পাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে ফারুক মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে ফারুককে গ্রেফতার করা হয়।

অপরদিকে, দক্ষিণ মাসাবো এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই এলাকার মালেক কাজীর ছেলে উজ্জল কাজীকে গ্রেফতার করে পুলিশ। পৃথক ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview