Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মঙ্গলবার অপারেশন টেবিলে যাচ্ছেন ‍রুবেল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০২:৩১ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০২:৩১ PM

bdmorning Image Preview


কিছু দিন আগেই জানা গিয়েছিল ৩৭ বছর বয়সী ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় গেল বৃহস্পতিবার চিকিৎসার জন্য সিঙ্গাপুরের। বাংলাদেশ ছাড়ার আগে বিমান বন্দরে জানিয়েছিলেন সেখানে পৌঁছানোর পরেই জানা যাবে চিকিৎসার পরবর্তী পদক্ষেপ কি হবে। 

একদিন বিরতি দিয়ে শনিবারই তিনি জেনে গেছেন তিনদিন পর যেতে হবে চিকিৎসকের টেবিলে, করাতে হবে টিউমারের অপারেশন। যা করানো হবে আগামী মঙ্গলবার। সেজন্য দেশে তার সকল শ্রদ্ধেয়ভাজন, সুহৃদ, ভক্ত, শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন ৩৭ বছর বয়সী রুবেল।

আজ (শনিবার) সকালে এ প্রতিবেদকের সঙ্গে মুঠোফোন বার্তায় কুশল বিনিময় শেষে রুবেল জানান, ‘মঙ্গলবার অপারেশন হবে। ডাক্তার বেশি সময় ব্যয় করা ঠিক হবে না বলেছেন। আমার জন্য দোয়া করবেন। দয়া করে সবাইকে বলবেন যেনো আমার জন্য দোয়া করে।’

Bootstrap Image Preview