Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ৪ দিন পর ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ০৫:০৮ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ০৫:০৮ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম নগরের চকবাজার ও আশপাশের এলাকায় গত ৪ দিন ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকার পর অবশেষে সরবরাহ স্বাভাবিক হয়েছে। এতে নগরবাসীর মাঝে স্বস্থি ফিরে এসেছে।

শনিবার (১৬ মার্চ) সকালে পাইপ লাইন মেরামতের পর পানি সরবরাহ পুনরায় চালু হয়েছে।

চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহের পাইপ লাইনে ফুটো হওয়ার কারণে ওয়াসার আওতাধীন নগরের চকবাজার ও আশপাশের এলাকায় গত ৪ দিন ধরে পানি সরবরাহ বন্ধ ছিল। এতে ওইসব এলাকায় পানির সংকট দেখা দেওয়ায় নগরবাসী চরম অস্বস্থিকর অবস্থার মধ্যে ছিল। এলাকা জুড়ে পানির জন্য হাহাকার অবস্থা বিরাজ করছিল। 

চকবাজার এলাকার বাসিন্দা হোসাইনা বেগম বলেন, গত ৪ দিন ধরে চকবাজার এলকায় পানি সরবরাহ বন্ধ থাকায় লোকজন চরম অস্থিরতার মধ্যে ছিল। অসহনীয় কষ্টে দিন কাটাতে হয়েছে। রানাবান্না, গোসল তো দূরের কথা টয়লেট সাড়তে চরম বিপাকে পড়তে হয়েছে।

বাবুল হোসেন নামে আরেক বাসিন্দা বলেন, লাইনে যে পানি আসছে তা ঘোলা। ব্যবহার করা যাচ্ছে না।

ওয়াসার প্রধান প্রকৌশলী ইয়াকুব সিরাজ উদদৌল্লাহ বলেন চকবাজার এলাকায় একটি ২৪ ইঞ্চি সরবরাহ পাইপলাইনে ফুটো হওয়ার কারণে গত ৪ দিন ধরে পানি সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটে।

তিনি বলেন, শনিবার সকালে লাইন মেরামত কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে পানিও সরবরাহ করা হয়েছে। চাপ স্বাভাবিক হলে আশা করি রাতের মধ্যে ঘরে ঘরে পানি যাবে। 

Bootstrap Image Preview