শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৮-২৯ মার্চ বিভাগের রজত জয়ন্তী অনুষ্ঠিত হবে।
শনিবার (১৬ মার্চ) বিকেল ৩ টায় বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইপি রজত জয়ন্তী উৎসবের আহ্বায়ক ও সিইপি এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান জানান, ২৮ মার্চ সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে চিফ প্যাট্রন হিসেবে থাকবেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও এমিরেটাস অধ্যাপক ড. ইকবাল মাহমুদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিভাগটির প্রতিষ্ঠাতা প্রধান ড. জয়নাল আবেদিন, আইইবি বাংলাদেশ এর সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর উপস্থিত থাকবেন।
পরে ক্যাম্পাসে র্যালি অনুষ্ঠিত হবে। দিনের অন্যান্য আয়োজনের মধ্যে পিঠা উৎসব, গেম শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
এদিকে ২৯ মার্চ দ্বিতীয় দিনের আয়োজনের মধ্যে রয়েছে অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন , গেম শো, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কনসার্ট। এ কনসার্টে দেশসেরা ব্যান্ড মাইলস পারফর্ম করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। তবে কনসার্ট সবার জন্য উন্মুক্ত নয় বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এসময় ড. মস্তাবুর রহমান আরো জানান, এ উৎসবের জন্য সিইপি এর ৩৫০ এরও অধিক সাবেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। ৭ মার্চ রেজিস্ট্রেশন শেষ হয়। বিভাগের চলতি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কোনো ফি ছিল না বলে জানান আয়োজকরা।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আক্তার, উৎসবের সদস্য সচিব অধ্যাপক ড. সালাতুল ইসলাম মজুমদার, অধ্যাপক ড. তামেজ উদ্দিন, সহযোগী অধ্যাপক মো. মুহিবুল আলম, ড. মো. জাকির হোসেন, ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৩-৯৪ সেশনে চালু হওয়া এ বিভাগটি থেকে এখন পর্যন্ত ২০টি ব্যাচ স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছে। বিভাগটি থেকে এ পর্যন্ত ৭০০ এর মতো শিক্ষার্থী স্নাতক শেষ করেছে বলে জানা গেছে।
সিইপি ২৫ বছর পূর্তি উৎসবে সহযোগী হিসেবে রয়েছে প্যাসিফিক জিনস, এপিক গ্রুপ, এমবিএম গার্মেন্টস, বেঙ্গল গ্রুপ, রিজেন্সী প্রমুখ।