Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ বাতিল হয়নি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০১৯, ১১:৩২ PM
আপডেট: ১৬ মার্চ ২০১৯, ১১:৩২ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ বাতিল করা হয়। 

কিন্তু এই ম্যাচ একেবারে বাতিল করা হয়নি। পরবর্তীতে দুই বোর্ডের আলোচনার পর এই বাকি থাকা ম্যাচটি আয়োজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন।  

এই প্রসঙ্গে সুজন জানান, 'এটা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করে স্থগিত করা হয়েছে। প্রতিটি বোর্ডে সাথে আমাদের নিয়মিত আলোচনা হয়। পরবর্তী আলোচনায় আমরা এটা নিয়ে কথা বলবো। তখন আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিবো, আলোচনা করবো।'

এদিকে হামলার ২৪ ঘণ্টার মধ্যেই দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেটাররা।

উল্লেখ্য,  সন্ত্রাসী হামলা কারণে অস্ট্রেলিয়ার বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারেন্ট। তার ঐ হামলায় ৪৯ জন নিহত ও ২০জন আহত হয়েছে। ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে নিউজিল্যান্ডের আইন-শৃঙ্খলা বাহিনী। আগামী ৫ এপ্রিল পর্যন্ত তাঁর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


 

Bootstrap Image Preview