Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফিরলেন মুশফিকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ১২:০৭ AM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১২:০৭ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালের  মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার সেই ভয়ংকর স্মৃতি ভুলে শনিবার  রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা।

খেলোয়াড়রা ফিরলেও দলে সঙ্গে ফিরেননি কোচিং স্টাফের অনেকে। কেউ কেউ উইন্ডিজ গেছেন। অন্য কয়েকজন গেছেন  দক্ষিণ আফ্রিকায়। 

ইতোমধ্যে দুই দেশের বোর্ডের সম্মতিতে সিরিজের শেষ টেস্ট বাতিল করা। তবে পরবর্তীতে আলোচনা করে এই ম্যাচ খেলার ব্যাপারে সিন্ধান্ত নেবে দুই বোর্ড।

সন্ত্রাসী হামলা করেছেন  অস্ট্রেলিয়ার বংশোদ্ভূত ২৮ বছর বয়সী ব্রেন্টন ট্যারেন্ট। তার ঐ হামলায় ৪৯ জন নিহত ও ২০জন আহত হয়েছে। ইতোমধ্যে তাকে গ্রেফতার করেছে নিউজিল্যান্ডের আইন-শৃঙ্খলা বাহিনী। আগামী ৫ এপ্রিল পর্যন্ত তাঁর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Bootstrap Image Preview