Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ করে কাকে বিয়ে করলেন সাব্বির রহমান?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০১:২০ AM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০১:২০ AM

bdmorning Image Preview


নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন করে পথ চলা শুরু করেছেন সাব্বির রহমান। ফিরে পেয়েছেন খেলায় ছন্দ।তাই অতীতের সব বাজে অভিজ্ঞতা ঝেড়ে ফেলে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন।

একেবারে ঘরোয়া পরিবেশে  কাউকে কিছু না জানিয়ে সেরে ফেলনেন  অ্যাংগেজমেন্ট। এই সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মেয়ের নাম অর্পা। যতটুকু জানা গিয়েছে অর্পা এইচ এস সি প্রথম বর্ষে পড়া শুনা করেন।

ছবিতে দেখা যাচ্ছে  দুই পরিবারের সবাই অনেক হাসি খুশি। সাব্বির ও অর্পাকে পরিবারের গুরুজনেরা দোয়া করে দিচ্ছেন। সাব্বিরের মুখেও হাসি ।  বুঝাই যাচ্ছে নিজের পছন্দেই অর্পার সাথে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন। 

Bootstrap Image Preview