Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অঙ্কুশ হাজরার সঙ্গে নুসরাত ফারিয়ার ‘বিবাহ অভিযান’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ১০:১৯ AM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১০:১৯ AM

bdmorning Image Preview


দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০১৫ সালে ‘আশিকী’র মধ্য দিয়ে রুপালি পর্দায় পা রাখেন তিনি। এরপর দর্শকদের একের পর এক উপহার দেন ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি ছবি। এবার অভিনয় করতে যাচ্ছেন ভারতের ছবিতে। নাম ‘বিবাহ অভিযান’।

এই ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা বিরসা দাশগুপ্ত। সিনেমায় ফারিয়ার হিরো হিসেবে থাকছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা।

এ কারণে নুসরাত ফারিয়া বর্তমানে এই সিনেমার জন্য কলকাতায় রয়েছেন। ইতিমধ্যে শেষ হয়েছে সিনেমাটিতে চুক্তির আনুষ্ঠানিকতা। খুব শিগগিরই শুরু হবে শুটিং।

যদিও সিনেমাটিতে অঙ্কুশের সঙ্গে জুটি বাঁধার কথা ছিলো মিমি চক্রবর্তীর। কিন্তু বর্তমানে তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় সিনেমাটি থেকে সরে গিয়েছেন। আর তাই এই সিনেমাতে অঙ্কুশের বিপরীতে জায়গা পেয়েছেন ঢালিউডের নুসরাত ফারিয়া।

উল্লেখ্য, বর্তমানে এই জনপ্রিয় নায়কা নুসরাতের মুক্তির অপেক্ষায় রয়েছে ‘শাহেনশাহ’ সিনেমাটি। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমাটিতে তার বিপরিতে হিরো হিসেবে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান। সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

Bootstrap Image Preview