Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গুরুতর অসুস্থ ঢাবির প্রো-ভিসি, নেয়া হচ্ছে সিঙ্গাপুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ১১:৩৮ AM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ১১:৩৮ AM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. নাসরিন আহমেদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত।

তিনি জানান, ম্যাডামকে এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ করছি।

এর আগে, শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় অধ্যাপক নাসরিনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একটি টিম তাকে দেখতে হাসপাতালে যান। ওই টিমে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল ও প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।

এসময় তারা অসুস্থ নাসরীন আহমেদের চিকিৎসার খোঁজখবর নেন। সেখানে উপস্থিত ছিলেন তার স্বামী ও প্রবাসী কল্যাণমন্ত্রী জনাব ইমরান আহমাদ।

Bootstrap Image Preview