Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হাতিয়া দ্বীপ সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

তাজুল ইসলাম তছলিম, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০১:০৯ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০১:০৯ PM

bdmorning Image Preview


হাতিয়া দ্বীপ সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০১৯ পালিত হয়েছে।

রবিবার সকাল দশটায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ করে কলজটির শিক্ষার্থীরা। পরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হাবীবুর রহমানের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত দাস গুপ্ত। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে দূর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ তোফাহেল হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গৌরাঙ্গ লাল সরকার।

আলোচনা সভা বিজয়ীদের পুরস্কার বিতরণ, কেক কেটে জন্মদিন উদযাপন, আপ্যায়ন পর্ব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি হয়।
 

Bootstrap Image Preview