Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পৃথ্বীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০১:৪৮ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০১:৪৮ PM

bdmorning Image Preview


অভিষেক ম্যাচেই সেঞ্চরি করে সবার নজরে চলে এসে ছিলেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ। তবে ১৯ বছর বয়সী এই সম্ভাবনাময় ক্রিকেটারকে নিয়ে গুরুতর অভিযোগ উঠল। 

অভিষেক সেঞ্চুরির সুবাদে ডাক পেয়েছিলেন অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে। তবে ভাগ্যের বিড়ম্বনায় প্রস্তুতি ম্যাচেই গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, তৃতীয় টেস্ট থেকে মাঠে নামতে পারবেন তিনি। কিন্তু হঠাত্‍ই পৃথ্বীকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। 

তিনি নাকি ফোকাস হারিয়ে ফেলেছিলেন। ফোকাস হারানোর কথা মানতে চাইছেন না পৃথ্বী। তিনি বলেন, '‌ওগুলো সব গুজব। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কেউ আমাকে বলেনি যে, আমি কঠোর পরিশ্রম করছি না। গোড়ালিতে চোট পেয়েছিলাম। ভেবেছিলাম তৃতীয় টেস্টে মাঠে নামতে পারব। কিন্তু চোট সারতে খুব দেরি হচ্ছিল।

তাই ফিরে আসতে হয়েছিল।'‌ অস্ট্রেলিয়া থেকে ফিরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য গিয়েছিলেন। অনেকের ধারণা, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব খুব একটা ভাল হয় না। পৃথ্বীর অবশ্য অন্য মত। তিনি বলেন, ‌'‌এনসিএ-তে সব কিছু ঠিকঠাক হয়েছিল।

Bootstrap Image Preview