Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নোবিপ্রবিতে বঙ্গবন্ধুর শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

সাফওয়ান নাঈম, নোবিপ্রবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৪:৩২ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৪:৩২ PM

bdmorning Image Preview


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আজকের শিশুরা বদ্ধপরিকর। শিশুদের মাঝেই আমি সোনার বাংলার সেই লালিত স্বপ্নের পরিস্ফুটিত রুপ দেখতে পাই।

রবিবার (১৭ মার্চ) সকালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীরমুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন তিনি। 

তিনি আরো বলেন, আমরা সবাই মুজিব হবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো।

২০২০ সালে পূর্ণ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শত জন্মবার্ষিকী। নোবিপ্রবিতে আগামী দিনগুলোতে বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকী পালন উপলক্ষে নানা কর্মসূচির ঘোষণা দেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

এসময় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালন করা হয়। কর্মসূচি সমূহের মধ্যে ছিল- র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোকচিত্র প্রদর্শনী, কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইনস্টিটিউট, বিভাগ, হল, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন এবং নোবিপ্রবি ছাত্রলীগ এর পক্ষ হতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে শেষ হয়।

এরপর বীরমুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ছাত্র নির্দেশনা পরিচালক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান।

অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, সামাজিক ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সৈয়্যদ আতিকুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. নাহিদ আক্তার (ভারপ্রাপ্ত) অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ মো. মোখলেছ-উজ-জামান, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নোবিপ্রবি ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক এসএম ধ্রুব।

সভার শুরুতে মাননীয় উপাচার্য মঞ্চের অতিথিবৃন্দ, নোবিপ্রবি পরিবারের ছাত্র-শিক্ষক ও আশপাশের বিদ্যালয় হতে আগত শিশুদের নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানসমূহে নোবিপ্রবি বিভিন্ন অনুষদসমূহের ডিন, রেজিস্ট্রার, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ, দফতর প্রধানবৃন্দ, ছাত্র-শিক্ষক, ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ এবং কর্মকর্তা- কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।  
 

Bootstrap Image Preview