Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হিলি স্থলবন্দরে দুই দিন পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে

হিলি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৫:৫৪ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মদিন ও উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে টানা দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে।

রবিবার (১৭ মার্চ) থেকে আমদানি-রফতানি বন্ধ থাকবে। সেইসাথে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডও বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, আজ রবিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং আগামীকাল সোমবার দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে হাকিমপুর উপজেলা নির্বাচর্ন অনুষ্ঠিত হওয়ায় উভয় দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তের দুই দিন আমদানি-রফতানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আগামী ১৯ মার্চ মঙ্গলবার সকাল থেকে আমদানি-রফতানিসহ বন্দরের সকল কার্যক্রম চালু হবে।

হিলি ইমিগ্রেশন ওসি ফিরোজ কবির জানান, দুই দিন ধরে বন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি কাজ চালু না থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু'দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Bootstrap Image Preview