Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নাঈম ইসলাম, সাভার প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৬:২৪ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৬:২৪ PM

bdmorning Image Preview


ঢাকা-আরিচা মহাসড়কের মীরপুর মফিদ-ই-আম স্কুলের সামনে ট্রাকের নিচে চাপা পরে আবদুল ওয়ালিদ চৌধুরী (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  

রবিবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন।

নিহত আবদুল ওয়ালিদ চৌধুরী রাজধানীর পল্লবী থানা এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে। তিনি নিজের মোটরসাইকেল দিয়ে রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাবা আলমগীর হোসেনের বরাত দিয়ে পুলিশ জানান, আবদুল ওয়ালিদ রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আসেন। সেখান থেকে রাজধানীতে ফেরার পথে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে।

এ বিষয়ে জামাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক ও তার সহকারীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।  

Bootstrap Image Preview