Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপিত

রাহাত রাজা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৭:০৭ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৭:০৭ PM

bdmorning Image Preview


সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রবিবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, সিভিল সার্জন ডা.রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎমিশ, অতিরিক্ত জেলা প্রশাসক বদিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রমুখ।

প্রধান অতিথি এমপি রবি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ ও জাতীয় পতাকা। বঙ্গবন্ধু ছিলেন শ্রেষ্ঠ বাঙালী ও অবিসংবাদিত নেতা। এই মহান মানুষটির জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ হতোনা। তাই যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাঙালী জাতিসহ বিশ্ববাসী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে।

আলোচনা সভা শেষে সেখানে কেককাটা হয়। সমগ্র অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

 

Bootstrap Image Preview