Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডে বাংলাদেশি মৃতের সঠিক সংখ্যা জানেন না পররাষ্ট্রমন্ত্রী!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৭:২৫ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৮:২৪ PM

bdmorning Image Preview


পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় ৪ বাংলাদেশি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তবে সেখানে ৮ জন বাংলাদেশির মুত্যুর সংবাদ আমরা গণমাধ্যমে পাচ্ছি। তবে এ হামলায় কতজন নিহত হয়েছেন তা সঠিকভাবে এখনই বলা যাচ্ছে না।

আজ রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ‘আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিউজিল্যান্ডে সঠিকভাবে বলা যাচ্ছে না কতজন বাংলাদেশি সেই হামলায় নিহত হয়েছে? আমাদের অনারারি মিশন জানিয়েছে ৪ জন। অন্যদিকে গণমাধ্যম বলছে ৮ জন। সঠিক সংখ্যা জানি না।

নিউজিল্যান্ডে বাংলাদেশের মিশনের সাথে সমন্বয়হীনতা কাজ করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না। সমন্বয় ভালোই আছে। সেখানে অনারারি মিশন আছে। ৩ জন কর্মকর্তা রয়েছে। তারা কাজ করছে। আমরা ফোন করছি। তারাও আমাদের ফোন করে খবরা-খবর জানাচ্ছেন। তবে সেখানকার হাসপাতালগুলো থেকে তথ্য পেতে সমস্যা হচ্ছে। তারা খুব দেরিতে তথ্য দেয়।

তবে মৃতের সংখ্যা আমরা কতজন লেখবো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব না দিয়ে এড়িয়ে যান তিনি।

এর আগে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি স্টোর চালান এমন ৪৮ জন মানুষ বিভিন্ন সময়ে হামলায় নিহত হয়েছে। বিশ্বে এসব হচ্ছে হানাহানি, হিংসা, বিদ্বেষ থেকে। সেজন্য আমরা শান্তির সংস্কৃতি চালুর জন্য বিশ্বে প্রস্তাব করেছি। 

তিনি বলেন, কেউ যদি নিহতের লাশ নিয়ে আসতে চায় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় তার দায়িত্ব নেবে।

সেমিনারে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়, শহীদ সন্তান ডা. নুজহাত চৌধুরী ও ডিকাব সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিব।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্টাডি ট্রাস্টের ট্রাস্টি ডা. উত্তম কুমার বড়ুয়া। সঞ্চলনায় বাংলাদেশ স্টাডি ট্রাস্টের সাধারণ সম্পাদক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে সন্ত্রাসী হামলা হয়। এতে ৫০ জন মারা যান। হামলাকারী নিজেকে ব্রেনটন ট্যারেন্ট বলে পরিচয় দিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। ২৮ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ।

Bootstrap Image Preview