Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাবির মনোবিজ্ঞান বিভাগে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৮:৩৪ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৮:৩৪ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের অনুষ্ঠিত একটি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। 

রবিবার (১৭ মার্চ ) সকাল ১০-১টা পর্যন্ত এ দাবিতে বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

এসময় তারা অবিলম্বে পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবি জানান। তা না হলে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের যাবে বলে হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, গত ১৪ মার্চ তাদের সহপাঠী ও পরীক্ষার্থী কানিজ ফাতেমার বাবা ইন্তেকাল করেন।এতে মানসিকভাবে ভেঙ্গে পড়েন ফাতেমা। তার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে পরদিন শনিবার অনুষ্ঠিতব্য ৫০২ নম্বর কোর্সের ‘কোগনেটিভ নিউরো সাইকোলজি’ পরীক্ষা না নেয়ার জন্য পরীক্ষা কমিটিকে মৌখিকভাবে অনুরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা কমিটির কয়েকজন সদস্য পরীক্ষা না নেওয়ার পক্ষে মত দিলেও সভাপতি একক ইচ্ছায় পরীক্ষা কার্যক্রম চালিয়ে যান। যেখানে ৬৪জন শিক্ষার্থীদের মধ্যে ১২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সাড়ে ১২ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত বিভাগের ৩৪১ও  ৩৪২ নং কক্ষে পরীক্ষার আয়োজন করে কর্তৃপক্ষ। এতে মাস্টার্স এর ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ১২ জন শিক্ষার্থী অংশ নেয়। বাকিরা কেউ পরীক্ষায় অংশগ্রহণ করেন নি।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাস্টার্সের শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষা নিতে ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানুর কাছে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন।

গতকাল শনিবার সন্ধ্যায় একই দাবিতে প্রশাসনিক ভবনের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিলেন। তবে ছাত্র উপদেষ্টা তাদের আশ্বস্ত করায় তারা কর্মসূচি স্থগিত করেন।

বিভাগের সভাপতি অধ্যাপক মো. এনামুল হক বলেন, ১৩ জন শিক্ষার্থী উপস্থিত হওয়ায় পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক ইতিবাচক হলে ফের পরীক্ষা নিতে কোনো অসুবিধা নেই।

ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, স্মারকলিপি পেয়েছি। এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।

প্রসঙ্গত, এর আগে শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত একই দাবিতে প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে ছাত্র উপদেষ্টা আশ্বাসে কর্মসূচি স্থগিত ঘোষণা করেন তারা। 

 

Bootstrap Image Preview