Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বঙ্গবন্ধু একজন বহুমাত্রিক নেতা ছিলেন: এমপি গোপাল

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭ মার্চ ২০১৯, ০৯:০৬ PM
আপডেট: ১৭ মার্চ ২০১৯, ০৯:০৬ PM

bdmorning Image Preview


যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করেন, তারা বাংলাদেশকেই অস্বীকার করেন মন্তব্য করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বঙ্গবন্ধু শুধু জাতির পিতা নন, তিনি একজন বহুমাত্রিক নেতা ছিলেন। এটি কোনো আবেগের কথা নয়, এটাই বাস্তবতা। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পাকিস্তানের কারাগারে বসে বাঙালির মুক্তির লক্ষ্য থেকে, যাকে বিচ্যুত করা যায়নি তাঁর নাম হচ্ছে বঙ্গবন্ধু।

রবিবার (১৭ মার্চ) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কাহারোল উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি গোপাল আরো বলেন, তাঁর কথায় দেশের অগণিত মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। জয় বাংলা স্লোগানে সবাইকে এক করে দেশের মানুষকে মুক্তি সংগ্রামে জাগ্রত করেছেন। ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ হচ্ছে তার স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতা পরবর্তী হাজারো সমস্যার মাঝেও তিনি দেশকে সাজিয়েছেন। এসব বঙ্গবন্ধুর দ্বারাই সম্ভব হয়েছিল।

এমপি আরও বলেন, বর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ধারাবাহিকতায় দেশকে উন্নতির চরম শিখায় নিয়ে যাওয়ার প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি। আর ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবো।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদের সভাপতি আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী, কাহারোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম হাসান।

এর আগে মনোরঞ্জন শীল গোপাল এমপি বীরগঞ্জ ও কাহারোল উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Bootstrap Image Preview