Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আইপিএল দ্বাদশ আসরের অনুশীলনে স্মিথ-ওয়ার্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৯:৫৫ AM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৯:৫৫ AM

bdmorning Image Preview


আইপিএলের দ্বাদশ আসরে যোগ দিয়েছেন কেপ টাউন বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত দুই অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ। সাসপেনশন ওঠার কয়েকদিন আগেই শুরু হতে আচলা আইপিএলে অংশগ্রহণ এবার কোনও বাধা নেই স্মিথ-ওয়ার্নারের। শনিবার হায়দরাবাদে ওয়ার্নার যোগ দিলেও রবিবার সকালে জয়পুরে পৌঁছলেন স্মিথ।

২০১৮ সালে মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে স্যান্ডপেপার গেট বিতর্কে অভিযুক্ত থাকায় আইপিএল-এর দরজা বন্ধ হয়ে যায় স্মিথ- ওয়ার্নারের। কিন্তু এবার আর বাধা নেই তাদের খেলতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে কনুইয়ের চোট পেলেও তা সারিয়ে এবার তৈরি স্মিথ-ওয়ার্নার দুজনেই। দুবাইয়ে জাতীয় দলের টিম মিটিয়ে উপস্থিত ছিলেন দুই তারকা। দুবাই থেকেই ভারতের বিমান ধরেন দুজনেই। শনিবার হায়দরাবাদে পৌঁছে যান ডেভিড ওয়ার্নার।

রবিবার সকালে জয়পুরে পৌঁছেই ভিডিওবার্তায় স্মিথ জানান," জয়পুরে রাজস্থান রয়্যালসে ফিরে এসে দারুন অনুভূতি হচ্ছে। আমি ভারতে খেলতে ভালোবাসি।"

Bootstrap Image Preview