Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ব্যর্থ বড় ছেলে, সফল হবে কি ছোট ছেলে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০১:০২ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০১:০২ PM

bdmorning Image Preview


ভারতের খ্যাতনামা অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাবার পথ ধরে বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর বলিউডে অভিষেকের পর এবার একই পথে হাঁটছেন ছোট ছেলে নমশি চক্রবর্তী।

জানা যায়, বাবা ও বড় ভাইয়ের মতো নমশিও বলিউডে ক্যারিয়ার গড়তে চান। অভিষেকের জন্য এরই মধ্যে প্রস্তুতি সেরেছেন তিনি।

অভিনয়ের ব্যাপারে খুব আত্মবিশ্বাসী নমশি। সর্বদাই তিনি বাবার আদর্শে বিশ্বাস করে এসেছেন। তবে বাবার নামকে পুঁজি করতে চান না নমশি। কাজ ও নিজের চেষ্টায় ক্যারিয়ারে দাঁড়াতে চান তিনি। নমশি এখন অডিশন দেওয়া শুরু করেছেন।

মিঠুন চক্রবর্তী বলিউডে অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেও ইন্ডাস্ট্রিতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তাঁর বড় ছেলে মিমো। এবার ছোট ছেলে বাজিমাত করতে পারেন কি না, তা দেখতে আগ্রহী বি-টাউনের অনুরাগীরা।

Bootstrap Image Preview