Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়েতে নিকের বন্ধুদের প্রশ্রয় দেননি পরিণীতি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০১:১৫ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


উত্তর ভারতের জোধপুরের উমেদ ভবনে রাজকীয়ভাবে বিয়ের পিঁড়িতে বসেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। চাচাতো বোনের বিয়েতে বেশ মজায় ছিলেন বলিউডের আরেক অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে বিয়েতে বরের বন্ধুরা পরিণীতির সঙ্গে ফ্লার্ট করেছেন।

সম্প্রতি এক চ্যাট শো’তে পরিণীতি বলেন, ‘মিমি দিদির বিয়েতে নিকের বন্ধুরা লাইন মারছিল। কিন্তু আমি প্রশ্রয় দিইনি। বিয়ে যদি কখনও করি, তাহলে তৈরি হতে হবে। এখনও আমি বিয়ের জন্য তৈরি নই।’

পরিণীতি আরও জানিয়েছেন, কাজিনদের মধ্যে প্রিয়াংকাই প্রথম বিয়ে করলেন। তবু ৩৬ বছর বয়সে। ফলে তাঁর এখনও কম করে ছয় বছর সময় রয়েছে। এছাড়াও চোপড়া পরিবারের সিনিয়ররা নাকি মেয়েদের বিয়ে দেওয়ার জন্য কোন চাপ তৈরি করেন না। ফলে যখন নিজের মনে হবে, তখনই বিয়ে করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

Bootstrap Image Preview