Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বান্দরবান উপ-নির্বাচন: বেলা বাড়লেও দেখা নেই ভোটারদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০২:২৩ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০২:২৩ PM

bdmorning Image Preview


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বান্দরবানের ৭ উপজেলায় চলছে শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। জেলা সবকটি উপজেলার ভোট কেন্দ্রগুলোতে প্রায় একই চিত্র। সকালে কয়েকটি কেন্দ্রে মহিলা ভোটারদের দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা কমছে। তবে দুর্গম এলাকার কিছু কিছু ভোট কেন্দ্রগুলোয় ভোটাররা ভোট দিতে যাচ্ছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলার কিছু ভোট কেন্দ্রে মহিলা ভোটারদের উপস্থিত অন্যান্য জায়গার চাইতে বেশি দেখা গেছে। এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম এলাকায় চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। 

নির্বাচন নিয়ে পুরো জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজিবি পুলিশ আনসার ও র‌্যাবের পাশাপাশি বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, সদর, লামা ও আলীকদমে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকার ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সকালে সদরের আওয়ামী লীগের প্রার্থী একে এম জাহাঙ্গির জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং মানুষ ভোট দিতে আসছে।

বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী আবদুল কুদ্দুস জানান, নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোটারদের মধ্যে আগ্রহ কম। ভোট কেন্দ্রগুলো বেশির ভাগই ফাঁকা। তবে বেলা শেষে হয়তো ভোটারদের উপস্থিতি বাড়তে পারে।

এবার বান্দরবান ছাড়াও অপর দুই পার্বত্য জেলা রাঙ্গড়ামাটি ও খাগড়াছড়িতে সেনাবাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় নিরাপত্তা দিচ্ছে।

বান্দরবানের ৭ উপজেলায় এবার চেয়ারম্যান পদে ১৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ ছাড়াও নির্বাচনে বিএনপি ও আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছে।

Bootstrap Image Preview