Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে ফের গোলাগুলি, নিহত ভারতীয় সেনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০২:২৮ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০২:২৮ PM

bdmorning Image Preview


ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান উত্তেজনার মধ্যেই রাজৌরি সেক্টরে পাকিস্তানি সেনার সাথে ফের প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটেছে।

আজ সোমবার ভোর সাড়ে ৫টায় এ হামলায় তাদের এক জওয়ান নিহত হয়েছেন বলে দাবি করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ভারতীয় জওয়ানের নাম করমজিত্ সিং। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় সকালে পাকিস্তানি সেনার গুলিতে আহত হয়েছেন আরও তিন জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন,সোমবার ভোর পাঁচটার দিকে রাজৌরির সুন্দরবনি সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনারা। গোলাগুলি চলে সকাল সাতটা পর্যন্ত।

তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত পুলওয়ামায় জঙ্গি হামলা দেশটির ৪০ জন জওয়ান নিহত হন। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এর দায় স্বীকার করে নেয় পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদ। এরপর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনারা।  দুদেশের মধ্যে সম্পর্ক এখনও উত্তপ্ত। এর মধ্যেই এই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে।

Bootstrap Image Preview