Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে 

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০২:৪৫ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০২:৪৫ PM

bdmorning Image Preview


দ্বিতীয় দফায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নওগাঁর পত্নীতলা উপজেলায় ভোটগ্রহণ চলছে।

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে ৬০টি কেন্দ্রে ৫১১টি বুথে ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

এসব কেন্দ্রেগুলোতে নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি আনছার সদস্য মোতায়েন করা হয়েছে। সকালে ভোটারের উপস্থিতি তেমন লক্ষ না করা গেলেও দুপুরের পর থেকে ভোটারের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এখানে মোট ভোটার ১ লাখ ৭৯ হাজার ৪১০ জন ভোটার রয়েছেন। 

প্রার্থীরা বলছেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। 

Bootstrap Image Preview