Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দীঘিনালায় তিন চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview


খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী প্রফুল্ল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান প্রার্থী সমানন্দ চাকমা ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী গোপা দেবী

সোমবার দুপুর ২টার দিকে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) সমর্থিত এ তিন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির আট উপজেলায় ১৭৫ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

উল্লেখ্য, আজ সোমবার উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৬ জেলার ১১৬টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

Bootstrap Image Preview