Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে ২ দিন পর ভ্যান চালকের লাশ উদ্ধার

শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৩:১৫ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৩:১৫ PM

bdmorning Image Preview


নড়াইলের কাড়ালবিল এলাকা থেকে সাব্বির হোসেন (১৫) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ মার্চ) রাতে ভ্যান চালকের বিকৃত লাশটি উদ্ধার করা হয় বলে জানান নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন। 

নিহত সাব্বির জেলার কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। নড়াইল পৌর এলাকার বিজয়পুর গ্রামে মা আন্না বেগমের সঙ্গে বসবাস করতো সাব্বির।

পুলিশ ও নিহতের মা আন্না বেগম জানান, সাব্বির শুক্রবার (১৫ মার্চ) ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করে সাব্বিরের সন্ধান পায়নি পরিবারের সদস্যরা।

রবিবার নড়াইল-গোবরা সড়কের কাড়ালবিল এলাকায় বালির স্তুপের পাশে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

দুর্বৃত্তরা ভ্যান চালক সাব্বিরকে হত্যা করে তার ভ্যানটি নিয়ে গেছে। লাশটি ফুলে ওঠায় বিকৃত হয়ে গেছে বলে জানায় পুলিশ। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন আরো জানান, এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।


 

Bootstrap Image Preview