Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাগেরহাটে জমি বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৩:৪১ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৩:৪১ PM

bdmorning Image Preview


বাগেরহাটে  জমি বিরোধের জেরে নারজিনা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১৮ মার্চ) সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ফুলতলা গ্রামের আশিকুর রহমান নামে এক ব্যক্তির মাছের খামার থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে রবিবার রাতে গৃহবধূ আরজিনা বেগম ঘরের বাইরে টয়লেটে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত নারজিনা সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের মোহম্মদ আলী শেখের স্ত্রী।

নিহতের স্বামী মোহম্মদ আলী শেখ বলেন, স্থানীয় প্রতিবেশিদের সঙ্গে জমি নিয়ে তার দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আমার স্ত্রীকে হত্যা করেছে। তিনি তার স্ত্রী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আটকের দাবি জানান। 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, মাছের খামারে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মোহম্মদ আলী তার স্ত্রীর মরদেহটি সনাক্ত করেন। ওই গৃহবধূর ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

পুলিশ হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানান ওসি।

Bootstrap Image Preview