Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শনিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাছ কিনতে গিয়ে বঁটির ওপর পড়ে যুবক নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯, ০৮:৩৮ PM
আপডেট: ১৮ মার্চ ২০১৯, ০৮:৩৮ PM

bdmorning Image Preview


সাতসকালে বাজারে মাছ কিনতে গিয়েছিলেন ময়নাল মণ্ডল। আর এ মাছ কিনতে যাওয়াই তার জন্য কাল হলো। মাছ কাটার বঁটির ওপর পড়ে প্রাণটাই চলে গেল তার। ঘটনাটি রবিবারের। ঘটনাস্থল ভারতের পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার খণ্ডঘোষ বাজার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাজারে মাছ কিনতে গিয়ে মাছের বঁটিতে পড়ে গিয়ে গলা থেকে বুক পর্যন্ত কেটে যায় ওই ব্যক্তির। হাসপাতালে নিয়ে গেলেও তার শেষরক্ষা হয়নি। অস্ত্রোপচারের কিছু পরেই মৃত্যু হয় তার।

মৃতের ভাইপো হাবিবুর রহমান মণ্ডল জানান, মাছ কেনার জন্য শান্তি রুইদাস নামে এক মাছ বিক্রেতার কাছে যান ময়নাল। সেখানে মাছ কাটার বঁটি রাখা ছিল। ময়নাল ঝুঁকে মাছ দেখছিলেন। বাজারে ভিড় ছিল। সেই সময় পিছন দিক থেকে কারও ধাক্কা লাগে ময়নালের গায়ে। তিনি ওই বঁটির ওপর পড়ে যান। গলা থেক বুখ পর্যন্ত একটা বড় অংশে গভীর ক্ষত হয়ে যায়। প্রচুর রক্তক্ষরণও শুরু হয়। তাকে উদ্ধার করে প্রথমে খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থা শঙ্কটজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে। ভর্তির কিছু পরেই অস্ত্রোপচারও করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সকাল ৯টা নাগাদ সেখানে মৃত্যু হয় তার।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম ময়নাল মণ্ডল। লোদনা গ্রামেই তার বাড়ি। তিনি প্রতিবন্ধী ছিলেন। পায়ে সমস্যা ছিল। পুলিশ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Bootstrap Image Preview