Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিরল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পারভেজ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১০:২০ AM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১০:২০ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিরল রোগে আক্রান্ত পাকিস্তানের সাবেক সামরিক শাসক অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফ। বতর্মানে তিনি দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ তথ্য জানিয়েছেন মোশাররফের দলের এক নেতা।

অল পাকিস্তান মুসলিম লীগের (এপিএমএল) মহাসচিব মেহেরিনি আদম মালিকের বরাত দিয়ে ডন নিউজ জানিয়েছে, গত শনিবার রাতে হঠাৎ পাকিস্তানের সাবেক এই রাষ্ট্রপতির শরীরিক অবস্থা খারাপ হতে থাকে। পরে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

দলটির বৈদেশিক প্রেসিডেন্ট আফজাল সিদ্দিকি বলেন, ‘মোশাররফ এমিলিওডোসিসে ভুগছেন। দুরারোগ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন দুবাইয়ে স্বেচ্ছায় নির্বাসনে থাকা সাবেক এই রাষ্ট্রপতি।’

আফজাল সিদ্দিকি বলেন, ‘আশা করা হচ্ছে, তাকে আজ (রোববার) রাতে রিলিজ দেওয়া হবে।’

মোশাররফের দল এপিএমএল জানায়, সাবেক এই সেনা শাসককে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সম্পূর্ণভাবে বেড রেস্টে থাকতে বলেছেন চিকিৎসক। মোশাররফের সুস্থতা কামনায় দেশবাসীকে দোয়া করার আহ্বান জানিয়েছে দলটি।

আফজাল সিদ্দিকী জানায়, গত বছর অক্টোবরে পারভেজ মোশাররফের এই রোগ ধরা পড়ে। স্নায়ুতন্ত্র দুর্বল হওয়ায় এর আগে তিনি লন্ডনে চিকিৎসা করিয়েছিলেন।

Bootstrap Image Preview