Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গায় উপজেলা চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের জয়

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১১:০৭ AM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১১:০৭ AM

bdmorning Image Preview


দ্বিতীয় ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নিজ দলের বিদ্রোহী প্রার্থী মো: তাজুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: রফিকুল ইসলাম।

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার ৩১টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা সহকারি রিটার্নিং অফিস ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে প্রাপ্ত তথ্যমতে, আ'লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে মো: রফিকুল ইসলাম ১৭ হাজার ৭'শ ৬১ ভোট পেয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. তাজুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৩'শ ১০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো: আনিছুজ্জামান ডালিম বই প্রতীক নিয়ে ১১ হাজার ৮'শ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নারী ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার কলস প্রতীক নিয়ে ১৬ হাজার ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Bootstrap Image Preview