Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে অগ্নিকাণ্ডে ২৩টি মোটরসাইকেল পুড়ে ছাই

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ১২:২৫ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ১২:২৫ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জোবেদা সোহরাব মডেল স্কুল সংলগ্ন ওয়াল্ড ভিশন অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ওয়াল্ডভিশন শ্যামনগরের প্রধান কর্মকর্তা রবার্টসন সরকার জানান  অগ্নিকাণ্ডে ২৩টি মোটরসাইকেল, ১টি হাইওয়েজ মাইক্রো, ২টি এসি, ৪টি বাইসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া বিদ্যুতের মিটারসহ ভবনের সম্মুখভাগ ও আসবাব পত্র পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমান আনুমানিক ১ কোটি টাকার উর্দ্ধে।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ফিল্ড অফিস ম্যানেজার রবার্টসন সরকার বলেন, আনুমানিক রাত ২টার দিকে অগ্নিকাণ্ড ঘটেছে।

তিনি আরও বলেন, রাতে ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুত ছিল না, তারপরও কীভাবে আগুন লাগলো সেটি সঠিকভাবে জানা যায়নি। তাদের তদন্ত টিম আসছে এরপর বিস্তারিত জানা যাবে। অগ্নিকাণ্ড ঘটার ২৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

অফিসের নৈশপ্রহরী ওয়াহিদুজ্জামান ও তরুন হালদার বলেন, রাত ২টার সময় হঠাৎ একটা বিকট শব্দ শোনা যায়। তারপর চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Bootstrap Image Preview