Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জাহালমকে নিয়ে সিনেমায় দুদকের আপত্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মার্চ ২০১৯, ০২:৩৮ PM
আপডেট: ১৯ মার্চ ২০১৯, ০২:৩৮ PM

bdmorning Image Preview


সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার আসামি আবু সালেক। কিন্তু নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে ২৬টি মামলায় আসামি করা হয়। দুদকের মামলায় জাহালম গ্রেফতার হন। তিন বছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে গত ৩ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান। টাঙ্গাইলের জাহালম এখন দেশের আলোচিত মানুষ। তার সেই গল্প বড় পর্দায় দেখানোর প্রস্তুতি চলছে।

এ প্রসঙ্গে জাহালম বলেন, ‘ব্যাপারটা ভালোই লাগছে। মিথ্যা মামলায় আমি অনেক কষ্ট করছি। আমার জীবনের সেই কষ্টের কথা সিনেমায় দেখা যাবে, এটাতে আমি অনেক বেশি আনন্দিত। আমি চাই, বিনা দোষে যে শাস্তি পেয়েছি, এ ধরনের কোনো শাস্তি এ দেশের কেউ যেন আর না পায়। চলচ্চিত্রের মাধ্যমে সেই বিষয়গুলো সুন্দরভাবে যেন তুলে ধরা হয়।’

জাহালমকে নিয়ে নির্মিতব্য সিনেমার মূল চরিত্রের অভিনয়শিল্পী চূড়ান্ত। চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে সিনেমার নাম নিবন্ধন হয়েছে। পরিচালক ও প্রধান চরিত্রের অভিনয়শিল্পী জাহালমের পরিবারে সঙ্গে দেখা করতে যান টাঙ্গাইলে তাঁদের বাড়িতে। পরিবার থেকে ছবিটি নির্মাণের ব্যাপারে কোনো আপত্তি নেই।

তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছবিটি বানানোর ব্যাপারে আপত্তি জানিয়েছেন। কিন্তু এই ছবি নির্মাণে দুদক কেন বাঁধা হয়ে দাঁড়াল? জানা গেছে, জাহালমের গল্প নিয়ে সিনেমা তৈরির ওপর শীঘ্রই নিষেধাজ্ঞা চাওয়ার জন্য আদালতের কাছে আবেদন করবে কমিশন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, ‘জাহালমের মামলার ব্যাপারটি নিষ্পত্তি হয়নি। বিচারিক আদালতে মামলা চলছে। হাইকোর্টে সুয়োমোটো রুল চলছে। এসব সমস্যার সমাধান হলেই ছবিটি বানাতে পারবেন পরিচালক।’

প্রসঙ্গত, ‘জাহালম’ সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান মারিয়া তুষার ফিল্মস। মারিয়া তুষারের পরিচালনায় ছবিটিতে জাহালমের চরিত্রে অভিনয় করবেন রিয়াজুল রিজু।

Bootstrap Image Preview